ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মুন্সিগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী আটক

মুন্সিগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে ১০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ীর মধ্যে একজন পুলিশের থেকে বাঁচতে খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করেন। পরে পুলিশ সদস্যরা খালে ঝাঁপ দিয়ে ওই মাদক ব্যবসায়ীর গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলেন গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৮), বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের রাসেল সরকার (৩৪) ও গোয়ালগাঁও গ্রামের বোরহান উদ্দিন (৩২)।

গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘গতকাল রবিবার বিকেল থেকে রাতভর গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আটক তিন মাদক ব্যবসায়ীর মধ্যে জাহিদ ডাকাত দলে সক্রিয়।  বিভিন্ন অপরাধে তার নামে ৯টি মামলা রয়েছে। হোগলাকান্দি গ্রামে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি পাশের খালে ঝাঁপ দেয়। পুলিশও তার পেছন পেছন খালে ঝাঁপ দেয়। পরে কাদাজলে মাখামাখি করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘এ সময় জাহিদের দেহ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা পাওয়া যায়। পৃথক অভিযানে বিকেল সাড়ে পাঁচটার দিকে পুরান বাউশিয়া গ্রাম থেকে ৭০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল সরকারকে গ্রেপ্তার করা হয়।  একই দিন আরেকটি অভিযানে গোয়ালগাঁও গ্রাম থেকে ১৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বোরহানকে গ্রেপ্তার করা হয়।’

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে এক দোকানির জরিমানা

কুড়িগ্রামের রৌমারীতে অপরিকল্পিত ব্র্রিজ নির্মাণ ১২ গ্রামের মানুষের চরম ভোগান্তি 

বর্ষার দিনে মেকআপে চাই স্নিগ্ধতা আর স্থায়িত্ব

যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অভিযান চালিয়ে আটটি ড্রেজার মেশিন ধ্বংস, লাখ টাকা জরিমানা

‘ডাকাতিয়া’র পর ‘লিডার’ নিয়ে ভীষণ প্রত্যাশা তাসনুভা তিশা’র

মাধবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু