ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কটের ঘোষণা ক্লাবগুলোর

প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কটের ঘোষণা ক্লাবগুলোর, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধন বিষয়ক কমিটির প্রাথমিক প্রস্তাবনায় ঢাকার ক্লাবগুলোর পরিচালক ও কাউন্সিলর সংখ্যা ব্যাপক হারে কমানো হয়েছে। বিষয়টি মানতে না পেরে থাকা প্রিমিয়ার থেকে তৃতীয় বিভাগ পর্যন্ত ৬৭ ক্লাবের প্রতিনিধিরা মতবিনিময় সভা করেন ১৪ জানুয়ারি। গঠনতন্ত্র সংশোধনীতে পরিচালক-কাউন্সিলর কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসার দুইদিনের আল্টিমেটামও দেন তারা। সেটি পূরণ না হওয়ায় ক্লাবগুলো লিগ বয়কটের ঘোষণা দিয়েছে।

আগামীকাল (সোমবার) থেকে ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) অধীনে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা ছিল। সে কারণে বিসিবি প্রাঙ্গণে ট্রফি উন্মোচন অনুষ্ঠান ছিল গতকাল শনিবার। কিন্তু ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’–এর চাপে স্থগিত হয়ে যায় সেটি। পরবর্তীতে ক্রিকেট সংগঠকরা তাদের দাবি না মানা পর্যন্ত লিগ বয়কটের কথা জানিয়েছেন।

আরও পড়ুন

ক্রিকেট সংগঠক লুৎফর জামান বাদল বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা খেলব না। আমাদের বিপক্ষে যেসব ষড়যন্ত্র চলছে, তা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সঙ্গে নেই।’ অপর সংগঠক রফিকুল ইসলাম বাবুও একই সুরে বললেন, ‘বিসিবি সভাপতি আমাদের বলেছেন, দ্রুতই বোর্ডের সঙ্গে আলাপ করে পদক্ষেপ নেবেন। এরপর আমরা খেলার মাঠে ফিরব। তার আগে নয়।’

সংগঠকদের দাবি সংশোধনের কথা বলে বিসিবি ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর আধিপত্য কমাতে চায়। যেখানে ক্লাব ক্যাটাগরি বিসিবির পরিচালক পর্ষদে সুযোগ পেতেন ১২ জন, সেটি কমিয়ে আনা হচ্ছে চারজনে। এমন প্রস্তাবনা ওঠায় গঠনতন্ত্র সংশোধনী কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগের দাবিও জানিয়ে আসছেন তারা। একইসঙ্গে সংগঠকরা গঠনতন্ত্র সংশোধন কমিটি ভেঙে দিয়ে বিষয়টি সমাধানে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে আহবান জানিয়েছেন। গতকাল বিসিবি সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সংগঠকদের একটি অংশ।এদিকে, স্থগিত হওয়া প্রথম বিভাগ লিগ কবে নাগাদ শুরু হবে সেটিও নিশ্চিত করতে পারেননি সিসিডিএমের চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী। কেবল লিগ স্থগিতের কথা জানিয়ে তিনি বলেন, ‘ক্লাব কর্তৃপক্ষ লিগ পেছানোর জন্য বিসিবিকে অনুরোধ করেছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ব্যাংক পিএলসি.- গৌরবময় ৩০ বছরের পথচলা

স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘অনলাইন ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট মনিটরিং সিস্টেম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৭তম সভা অনুষ্ঠিত 

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখা

কুমিল্লায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘টাউন হল মিটিং’ আয়োজিত

আমানত সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে অবদানের জন্য ৭ জন এজেন্টকে  পুরস্কার প্রদান করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক