ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বন্ধুত্বের দুই দশকে প্লে-ব্যাকে প্রথম রাজীব-কণা

বন্ধুত্বের দুই দশকে প্লে-ব্যাকে প্রথম রাজীব-কণা

অভি মঈনুদ্দীন ঃ বর্তমান সময়ে বাংলাদেশের প্লে-ব্যাকে অর্থাৎ সিনেমার গানে এক অত্যাবশ্যকীয় নাম গায়িকা দিলশাদ নাহার কণা। সিনেমায় তার বহু হিট গান রয়েছে যা তিনি স্টেজ শোতে গেলেই পারফর্ম করেন।

অন্যদিকে ক্লোজআপ ওয়ান’খ্যাত সঙ্গীতশিল্পী রাজীবের সিনেমার গানেই সবচেয়ে বেশি প্রতিষ্ঠা পাওয়ার কথা। যেহেতু তিনি যখন গানের ভুবনে পেশাগতভাবে যাত্রা শুরু করেন তখন অনেকেই বলেছেন সিনেমার গানের জন্যই রাজীবের কন্ঠটা পারফেক্ট একটি কন্ঠ। কিন্তু এর পরেও রাজীবকে বেশকিছু সিনেমাতে গান গাওয়ানো হলেও ঠিকঠাক মতো রাজীবের কন্ঠের যত্ন নিতে পারেনি বিশেষত প্লে-ব্যাক করানোর ক্ষেত্রে। অবশ্য তা নিয়ে রাজীবের কোনো আক্ষেপও নেই। কারণ রাজীব তার নিজের মতো করেই গানের ভুবনে একটা আলাদা অবস্থান তৈরী করে নিয়েছেন। তাতেই তিনি সন্তুষ্ট। নিজের মতো করেই একের পর এক ঢাকা ঢাকার বাইরে, দেশের বাইরে শো করে যাচ্ছেন, যেন তাতেই তৃপ্ত তিনি। কণা ও রাজীবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শুরু আজ থেকে ২০ বছর আগে। তবে দীর্ঘ এই বিশ বছর বা দুই দশকের পথচলায় এবারই প্রথম কণা ও রাজীব একটি সিনেমাতে একসঙ্গে প্লে-ব্যাক করেছেন। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমায় তারা দু’জন একসঙ্গে প্লে-ব্যাক করেছেন। যে গানটি তারা দু’জন গেয়েছেন, গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর সঙ্গীত করেছেন প্রমিত। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, কণা ও রাজীব দুজনে সিনেমার টাইটেল সং ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ গেয়েছেন। মানিক আরো জানান, সিনেমাটির সেন্সর ছাড়পত্র নেয়া আছে। হয়তো চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটিতে অভিনয় করেছেন আদর আজাদ ও সালওয়া।

প্রথমবার একসঙ্গে প্লে-ব্যাক গান গাওয়া প্রসঙ্গে রাজীব বলেন,‘ আমাদের বন্ধুত্বের সম্পর্ক বিশটি বছরের। কণার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটা আত্নার। ভাবতেই অবাক লাগলো যে আমাদের একসঙ্গে কোনো গান করা হয়নি। না আধুনিক গান না সিনেমার গান। স্বপ্নে দেখা রাজকন্যা গানটির কথা ও সুর খুউব সুন্দর। ভালোলাগবে আশাকরি সবারই। ধন্যবাদ এই গানের সাথে সংশ্লিষ্ট সবাইকে।’

আরও পড়ুন

কণা বলেন,‘ সিনেমার গানের জন্য রাজীবের কন্ঠ পারফেক্ট, এটা শুরু থেকে আমরা সবাই অনুভব করতাম। রাজীব বেশকিছু সিনেমাতে গানও করেছে। প্লে-ব্যাক অর্থাৎ সিনেমায় তার কন্ঠটা আরো যথাযথভাবে কাজে লাগানো যেতে পারে। স্বপ্নে দেখা রাজকন্যা-গানেই আমাদের প্রথম একসঙ্গে গাওয়া। একটি সুন্দর গান হয়েছে। গানটি নিয়ে আমি আশাবাদী।’ ছবি ঃ রাজীব কণার সৌজন্যে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে যা জানালেন ফারুক

সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩

মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন-০২

রাজনীতিতে জাড়ানো নিয়ে যা বললেন প্রীতি জিনতা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না এলে ভাত খাব না’-বলা অসুস্থ নিজামের পাশে তারেক রহমান