ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বগুড়ার ধুনটে কলেজছাত্র হত্যা মামলায় বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

বগুড়ার ধুনটে কলেজছাত্র হত্যা মামলায় বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩, ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা মামলায় বাবা ও ছেলেসহ পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার গজিয়াবাড়ি গ্রামের শামসুল হকের ছেলে আবুল কালাম (৫৫), আবুল কালামের ছেলে বেলাল হোসেন (৩০) ও বিপ্লব হোসেন (২৫)। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোজিয়াবাড়ি গ্রামের নুর ইসলামের মেয়ে নুরজাহান খাতুনের সাথে একই গ্রামের শামছুল হকের ছেলে আবুল কালামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। গত বছরের ১৫ আগস্ট দুপুরে নুরজাহান খাতুন তার স্বামী, সন্তান ও ভাইদের সাথে নিয়ে বিবাদমান জমিতে যান। এসময় আবুল কালাম ও তার লোকজন ওই জমিতে গিয়ে প্রতিপক্ষের লোকজনকে বাধা দেন।

এসময় আবুল কালাম ও তার লোকজনের হামলায় নুরজাহান খাতুন ও সবুজ উদ্দিনসহ একই পরিবারের চারজন আহত হন। আহতদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ১৬ আগস্ট বিকেল ৩টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সবুজ উদ্দিন (২৭) মারা যান।

আরও পড়ুন

নিহত সবুজ গোজিয়াবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্র। এ ঘটনায় নিহত সবুজের বোন নুরজাহান খাতুন বাদি হয়ে আবুল কালাম ও তার ছেলে বেলাল হোসেনসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে গাজিপুর কাঠালতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এই হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জে চীনা রাষ্ট্রদূত বাগান পরিদর্শন করে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করলেন

রাজশাহী এলজিইডিতে একজনের কাজ করে অন্যজন, ব্যবস্থা নেবে দুদক

জাবি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় স: আ: হক কলেজের সাফল্য

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার : নারী গ্রেফতার