ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : গত বছরের সেরা ওয়ানডে পারফর্মারদের নিয়ে বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন তাদের বাৎসরিক সেরা একাদশ ঘোষণা করেছে, যেখানে বাংলাদেশের পেস তারকা তাসকিন আহমেদ স্থান করে নিয়েছেন। যদিও ২০২৪ সালে তিনি মাত্র সাতটি ওয়ানডে খেলেছেন, তবে সাতটি ওয়ানডেতে তার পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য এবং এই স্বীকৃতি তার দক্ষতার প্রমাণ।

টাইগার পেসার তাসকিন ২৩.৯ গড়ে ২০২৪ সালে ১৪টি উইকেট শিকার করেন, তার ইকোনমি রেট ছিল ৫.৩। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। চট্টগ্রামে অনুষ্ঠিত এক ম্যাচে তিনি ৩/৪২ বোলিং ফিগার দিয়ে শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসাঙ্কা এবং অভিষ্কা ফার্নান্দোকে শুরুতেই আউট করেন। তার নিয়ন্ত্রিত বোলিং শ্রীলঙ্কাকে ২৩৫ রানে আটকে রাখে, যা বাংলাদেশ চার উইকেট হাতে রেখে জয়লাভ করে। এই পারফরম্যান্সকে উইজডেনও উল্লেখযোগ্য বলছে।

 উইজডেনের এই একাদশে আরও উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে রয়েছেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি এবং সাইম আইয়ুব, শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই এবং আল্লাহ গজনফার, ওয়েস্ট ইন্ডিজের কেইসি কার্টি ও শেরফেন রাদারফোর্ড এবং ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। তাসকিনের এই অর্জন শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ার নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের জন্য গর্বের একটি অধ্যায়। তার এই পারফরম্যান্স দলকে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও বড় মঞ্চে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে।

আরও পড়ুন

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দল : সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, এএম গাজানফার, তাসকিন আহমেদ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে তিনশ পেরিয়েছে বাংলাদেশ

‘৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে ভারত’

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জে চীনা রাষ্ট্রদূত বাগান পরিদর্শন করে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করলেন

রাজশাহী এলজিইডিতে একজনের কাজ করে অন্যজন, ব্যবস্থা নেবে দুদক

জাবি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় স: আ: হক কলেজের সাফল্য