ভিডিও শুক্রবার, ১৬ মে ২০২৫

শুকুর আলীর সাথে বেজির বন্ধুত্ব

শুকুর আলীর সাথে বেজির বন্ধুত্ব

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : সভ্যতার অগ্রগতিতে যখন বন্যপ্রাণিদের অস্তিত্ব সংকট চলছে, তখন বেজির সাথে মানুষের বন্ধুত্ব সত্যিই বিস্ময়কর ঘটনা। দেখে সিনেমার চিত্রনাট্য মনে হলেও বাস্তবে সত্যি। কুড়িগ্রামের উলিপুর পৌরসভার রাজারাম ক্ষেত্রী গ্রামের শুকুর আলীর ছেলে দুলাল মিয়া জঙ্গল থেকে একটি বেজির বাচ্চা ধরে নিয়ে আসেন বাড়িতে। এরপর তার বাবা শুকুর আলী বেজির বাচ্চাটিকে খাঁচায় রেখে খাওয়ান। আদর করে নাম রেখেছেন রুপালী।

শুকুর আলী উলিপুর-রাজারহাট সড়কের নারিকেলবাড়ি সন্যাসীতলায় চা-বিস্কুটের দোকান করেন। দুই সপ্তাহ যেতে না যেতেই তিনি খাঁচায় করে বেজিটিকে দোকানে নিয়ে এসে ছেড়ে দেন। এরপর রুপালী নামে ডাক দিলে দৌড়ে চলে আসে। দুধ, কলা, সমুচা, চিপস, বিস্কুটসহ বিভিন্ন মুখরোচক খাবার খাওয়ান। খিদে পেলে দোকানে এসে পিছনে পিছনে ঘোরে এবং বিভিন্ন জায়গায় লাফালাফি শুরু করে দেয়। সন্ধ্যা হলে খাঁচায় তুলে বাড়িতে নিয়ে যান।

আরও পড়ুন

এ বিষয়ে শুকুর আলী সাথে কথা হলে তিনি জানান, মানুষ হয়ে মানুষের কথা শোনে না, মানে না। অথচ বনের পশু কথা শোনে, মানে। আমি মানুষকে দেখানোর জন্য বেজিটিকে ছোট থেকে পুষছি। নাম রেখেছি রুপালী। এখন আমার সাথে হেঁটে বাড়ি থেকে দোকান যাওয়া আসা করে। যখনই নাম ধরে ডাকি যেখানেই থাক আমার কাছে চলে আসে। বর্তমানে আমি বেজিটিকে সন্তানের মতো লালন পালন করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

স্ত্রীসহ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মিমের অন্যরকম সময়

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-বিক্রি নিষিদ্ধ

বগুড়া ডায়াবেটিক হাসপাতালে আ’লীগ নেতার রুমে তালা