বগুড়া তালোড়ার সরকারি জব্দকৃত প্রায় ২৭ মেট্রিকটন চাল নিলামে বিক্রি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া থেকে অবৈধভাবে মজুদকৃত সরকারি জব্দকৃত ২৬.৯৯০ মেট্রিকটন চাল নিলামে বিক্রয় করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে তালোড়া বাজারে গুদাম চত্বরে প্রকাশ্যে ১৩ লাখ ৬২ হাজার ৫শ’ টাকা বিক্রি করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক জানান, তালোড়ার ধান-চাল ব্যবসায়ী ফারুক হোসেন খাদ্যবান্ধব, ভিডাব্লুবি, টিসিবি কর্মসূচির ২৬.৯৯০ মেট্রিকটন চাল অবৈধ ভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে তার দুইটি গুদামে মজুদ করে।
উল্লেখ্য গত ২৯ অক্টোবর গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, সেনাবাহিনী ও পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে গুদাম দুটিতে অভিযান চালিয়ে ২৬.৯৯০ মেট্রিকটন চাল জব্দ করেন।
আরও পড়ুনউদ্ধারকৃত চালের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তালোড়া বাজারের আমিনুর রহমানের ছেলে ফারুক হোসেনকে আটক করে। এ বিষয়ে সরকারি চাল অবৈধ ভাবে মজুরে অভিযোগে খাদ্য পরিদর্শক সিহাব উদ্দীন বাদি হয়ে আটককৃত ফারুক হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে জব্দকৃত চালগুলো প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হলো। তালোড়ার বাদশা অটো রাইচ মিলের স্বত্বাধিকারী বাদশা ১৩ লাখ ৬২ হাজার ৫শ’ টাকায় চালগুলো কেনেন।
মন্তব্য করুন