টাকা আত্মসাতের অভিযোগে
বগুড়া ধুনটের এক মাদ্রাসার সাবেক সভাপতির জেল-জরিমানা

কোর্ট রিপোর্টার : বিশ্বাস ভঙ্গসহ প্রতারণা করে ধুনটের চিথুলিয়া বালিকা দাখিল মাদ্রাসার টাকা আত্মসাৎ মামলার রায়ে ওই প্রতিষ্ঠানের এডহক কমিটির সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রুলুকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
এছাড়াও প্রতারণার দায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। গতকাল সোমবার বগুড়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৫ এর বিচারক মো. লোকমান হাকিম এই মামলার রায় দেন।
আসামি জাহিদুল ইসলাম রুলু ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামের মৃত রওশন আলী সরকারের ছেলে। এই মামলার অপর আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
আরও পড়ুনউল্লেখ, জাহিদুল ইসলাম ধুনট উপজেলার চিথুলিয়া বালিকা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি থাকাকালে ওই মাদ্রসার ঋণ পরিশোধ করাসহ নির্মাণ কাজের জন্য ওই প্রতিষ্ঠানের নামীয় রূপালী ব্যাংক গোসাইবাড়ী শাখা থেকে বিগত ২০২১ সালে ৭৯ হাজার টাকা উত্তোলন করেন। পরে তিনি ওই প্রতিষ্ঠানের পাওনাদারের টাকা পরিশোধ ও নির্মাণ কাজ না করে ওই টাকা আত্মসাৎ করেন।
মাদ্রসার সুপারসহ কমিটির লোকজন জাহিদুল ইসলামের কাছে ওই ৭৯ হাজার টাকা ফেরত চাইলে তিনি ওই টাকা ফেরত দিতে অস্বীকার করেন। পরে মাদ্রাসার সুপার ইকরামুল হক বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদিপক্ষে এড. টিএম খোদা বক্স এবং আসামি পক্ষে এড. আক্কাস আলী।
মন্তব্য করুন