ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

চাঁদপুরে অবৈধ বালু উত্তোল; আটক ৯

চাঁদপুরে অবৈধ বালু উত্তোল; আটক ৯

নিউজ ডেস্ক:  চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ ৯ জনকে আটক করেছে নৌপুলিশ। 

সোমবার (৬ জানুয়ারি) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চাঁদপুর নৌ সীমানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নৌ পুলিশ জানায়, মেঘনা নদীর মোহনপুরসহ বিভিন্ন স্থানে একটি চক্র বালু উত্তোলন করে আসছে। প্রতিদিন অভিযান চালানোর পরও বন্ধ করা যাচ্ছে না বালু উত্তোলন। মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার, দুটি বাল্কহেড জব্দ করা হয়েছে। ওই সময় ড্রেজারে কর্মরত ৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মামলা করে বিকেলে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন

চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, চাঁদপুর অঞ্চলে প্রতিনিয়ত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। মেঘনা নদীতে অবৈধ প্রক্রিয়ায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সব পুলিশ ফাঁড়ি পালাক্রমে অভিযান পরিচালনা করছে। গত দুই মাসে ৩০ মামলা দায়ের করা হয়েছে।

এই চক্রের সঙ্গে জড়িত অর্ধশত লোক আটক হয়েছে। এছাড়া ৩০ এর অধিক ড্রেজার জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে আমরা সচেষ্ট রয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যোগাযোগ উৎসব ২০২৫’-এ মুগ্ধতা ছড়ালেন লোপা

শিক্ষকের অনৈতিক দাবি, শরীরে আগুন ধরিয়ে দিলেন ছাত্রী

রংপুরে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অতি দ্রুত প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল

ইংরেজি ভাষা আয়ত্বের বিকল্প নেই: এডাস্ট চেয়ারম্যান

লালমনিরহাটে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে চরের মানুষ