দেশ বা রাষ্ট্র তখনই এগিয়ে যাবে যখন সবার মাঝে সমন্বয় থাকবে : বিভাগীয় কমিশনার রাজশাহী

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, একটি দেশ বা রাষ্ট্র তখনই এগিয়ে যাবে যখন সবার মাঝে সমন্বয় থাকবে। সরকারি সকল দপ্তর একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হবে। মাঠ পর্যায়ে কাজের মাধ্যে জনগণকে সম্পৃক্ত করতে হবে। সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক হোসনা আফরোজা, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ, দুপচাঁচিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রমুখ।
আরও পড়ুনএছাড়াও তিনি এডিপি প্রকল্পের আওতায় ১৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ, ভিক্ষুক পূর্ণবাসন কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তরের বিকল্প কর্মসংস্থান প্রকল্পের তিনজন ভিক্ষুকের মাঝে মালামালসহ স্টল প্রদান করেন। শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে বকুল গাছের চারা রোপন করেন।
মন্তব্য করুন