ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

টাঙ্গাইলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

টাঙ্গাইলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

নিউজ ডেস্ক:  টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলীম (৫০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল আলীম ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কদ্দুসের ছেলে। তিনি ভূঞাপুর পৌরসভার ঘাটান্দী নতুনপাড়ায় বাস করতেন এবং টাঙ্গাইল শহরেও তার বাসা রয়েছে। তিনি ভূঞাপুর শহরের প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক।

আরও পড়ুন

প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক মাহমুদুল হাসান ও শফিউর রহমান জানান, আব্দুল আলীম বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরের বাসা থেকে ভূঞাপুরে কর্মস্থলে আসার জন্য সিএনজি চালিত অটোরিকশাযোগে রওনা হন। পথিমধ্যে রসুলপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 


টাঙ্গাইল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এএসআই) আলমগীর হোসেন জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফুটবল খেলা নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

দীপ্ত স্টার হান্ট বিজয়ী হলেন মিষ্টি ও শাকিব

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৯ দিন ছুটি

যে শর্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চান ট্রাম্প

ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ভাঙ্গা জংশন এলাকায় লাইনচ্যুত

সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব তরুণ চিকিৎসকদের