ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ীর আলু যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়

দিনাজপুরের ফুলবাড়ীর আলু যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ছবি : দৈনিক করতোয়া

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ধান ও লিচুর জেলা হিসেবে পরিচিত দিনাজপুর জেলায় এখন আলুর ব্যাপক চাষ হচ্ছে। চলতি বছর এ উপজেলায় ১ হাজার ৮২০ হেক্টর জমিতে আলু লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

তবে এবছর ফলন ও দাম ভালো পাওয়ায় কৃষকদের আগ্রহ দেখে কৃষি বিভাগ মনে করছেন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বর্তমানে পুরোদমে আগাম জাতের আলু তোলার কাজ চলছে। আবার অনেকে এখনও রোপণ করছেন। জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আমডুঙ্গীহাট থেকে প্রতিদিন পাইকারি কোটি টাকার অধিক আলু বিক্রি হচ্ছে। এলাকার চাহিদা মিটিয়ে প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এসব আলু যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।

প্রতিদিন সকাল থেকে আলু তোলায় ব্যস্ত সময় পার করেন গ্রামের নারী-পুরুষরা। আর এসব আলু কিনতে পাইকাররা ছুটে যাচ্ছেন প্রতিটি এলাকায় আলু ক্ষেতে। উপজেলার বিভিন্ন এলাকার আলু ক্ষেত থেকে সারাদিন আলু কিনে নিজেস্ব ব্যবস্থাপনায় আলুগুলো নিয়ে এসে উপজেলার শিবনগর ইউনিয়নের আমডুঙ্গী হাটের পাশ দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর পাড়ে।

শনিবার ও রোববার সরজমিনে ওইসব এলাকা ঘুরে জানা যায়, উপজেলার শিবনগর ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে এবং পার্শবর্তী পার্বতীপুর উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষেতে গিয়ে সরাসরি আলু চাষিদের কাছ থেকে প্রতিদিন আগাম জাতের ৫ থেকে ৬ হাজার মণ আলু কিনেন এলাকার ৮/১০ জন পাইকার। পাইকারদের মতে এই আলুর পাইকারি মূল্য কোটি টাকারও অধিক।

তাদের হিসেব অনুযায়ী প্রতি ট্রাকে আলু যায় ২শ’ থেকে আড়ইশ’ বস্তা। অর্থ্যাৎ একটি ট্রাকে ৬০ কেজির ২৫০ বস্তা আলুর দাম ৫০ টাকা হিসেবে এক ট্রাক আলুর দাম হয় সাড়ে ৭ লাখ টাকা। সেই হিসেবে আমডুঙ্গীহাটে ১০/১২ট্রাক এবং হাটের ২/৩ কিলোমিটারের মধ্যে শমশেরনগর, পাঠাকপাড়া, চোখারহাট থেকে আরও ৫/৭ ট্রাক আলু দেশের বিভিন্নস্থানে যায়। এতে গড়ে প্রায় কোটি টাকার অধিক দামের আলু চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

আরও পড়ুন

ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামেদুল ইসলাম জানান, উপজেলার মধ্যে এই ইউনিয়নের আলুসহ বিভিন্ন ধরনের রবি শস্য চাষ হয় বেশি। প্রতি বছর এই ইউনিয়নের আমডুঙ্গীহাট থেকে আগাম আলু দেশের বিভিন্নস্থানে যায়। প্রথম দিকে ১/২ ট্রাক গেলেও ফুল পিক সিজন অর্থ্যাৎ ডিসেম্বরের ১০ থেকে ২০ তারিখের দিকে ২০ থেকে ২৫ ট্রাক আলু প্রতিদিন যায় দেশের বিভিন্ন স্থানে।

বর্তমানেও প্রতিদিন ১০ থেকে ১৫ ট্রাক আলু যাচ্ছে। প্রথমদিকে ফুলবাড়ীর আলু বিক্রি হলেও এখন ফুলবাড়ীর পাশের উপজেলা পার্বতীপুর থেকেও এখানে আলু আসছে। তিনি আরও বলেন, এখনও ২০দিন এই আলুর বাজার চলবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, চলতি বছর আবহাওয়া অনুকুলে থাকায় আগাম জাতের আলুতে কৃষক ভাল দাম পেয়েছেন, তাই তারা খুশি। এখনও অনেক কৃষক আলু লাগাচ্ছে। যদিও এখন রোপণকৃত আলু একটু দেরী হয়ে যাচ্ছে তবুও দামের কারণে কৃষকের আলু চাষে আগ্রহ বেড়েছে।

দেরী হলেও মধ্য জানুয়ারি পর্যন্ত আলু লাগানো যায়। তিনি আরও বলেন, চলতি বছর এ উপজেলায় ১ হাজার ৮২০ হেক্টর জমিতে আলু লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে এখনও চুড়ান্ত হিসেব বলা যাচ্ছে না, কারণ কৃষকদের আগ্রহ এবং মাঠের অবস্থা দেখে মনে হচ্ছে ২ হাজার ৫শ’ হেক্টর পর্যন্ত জমিতে আলু চাষ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ