ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩

তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : চীনের তিব্বতে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনেদাঁড়িয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এ ভূমিকম্প আঘাত হানে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। 

তিব্বতে ভূমিকম্পের ফলে নেপাল, ভুটান এবং ভারতেও এর কম্পন অনুভূত হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটের দিকে টিনগ্রিতে এ ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তি স্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার এ তথ্য জানিয়েছে। চীনের জাতীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতে ভূমিকম্পের আঘাতে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে তিব্বতের ভূমিকম্পের প্রভাব পড়ে নেপালেও, যার মাত্রা ছিল ৭.১। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, নেপালের স্থানীয় সময় ৬.৩৫ মিনিটের দিকে ৯৩ কিলোমিটার দূরে নেপাল-তিব্বত সীমান্তের উত্তরপূর্বাঞ্চলের লোবুচে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রসঙ্গত, নেপাল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পন প্রবণ এলাকায় অবস্থিত। কারণ দেশটিতে ভারত ও ইউরেশিয়ান টেকটকিন প্লেটের সংঘর্ষ হয়। আর এত প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমার কিছু যায় আসে না : বাঁধন

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে দুই কৃষকরে মৃত্যু

বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশের মিশন

অপূর্ব পালের ‘দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি’ দাবি আহমাদুল্লাহর

শ্রীমঙ্গলে ২১ কেজির ১২ ফুট লম্বা অজগর উদ্ধার