ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

টেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার

টেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপকূলে মিয়ানমার থেকে মাদক নিয়ে অনুপ্রবেশের সময় সেদেশের এক নাগরিককে ২ লাখ ৩০ হাজার  ইয়াবাসহ গ্রেফতার করেন বিজিবি সদস্যরা।

গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে হ্নীলা বিওপির বিজিবির টহল সদস্যরা তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান।

গ্রেফতার ব্যক্তি মিয়ানমার রাখাইনের মংডু নাফফোরা গ্রামের সালেহ আহমেদের ছেলে মো. আব্দুর শুক্কুর (২১)।

 

বিজিবি সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হ্নীলা সীমান্তচৌকির দক্ষিণ-পূর্ব দিকে জেলেপাড়ায় নাফ নদীর তীরে একটি দল টহল দিচ্ছিল। এ সময় বস্তা কাঁধে নিয়ে দুজনকে নাফ নদী দিয়ে সাঁতরে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে জেলেপাড়ার দিকে আসতে দেখেন বিজিবির সদস্যরা। বিজিবির টহল দল সংকেত দিলে বস্তা ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুজন। তাঁদের মধ্যে একজন ধরা পড়েছেন। ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে আবদুর শুক্কুর জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবার চালান বাংলাদেশে পাচার করছেন। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন