বগুড়ার মোকামতলায় মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মোকামতলায় মাইক্রোবাসের ধাক্কায় মহিবুল্লাহ নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু মোকামতলা ইউনিয়নের ভাগকোলা গ্রামের মিজু আহমেদের ছেলে। গত শনিবার সন্ধ্যা ৬টায় মহাসড়কের মোকামতললা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
শিশুটির পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সে তার মা মরিয়মের সঙ্গে মহাসড়ক পার হচ্ছিল। এমন সময় রংপুরগামী অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায়বগুড়া শহরে একটি ক্লিনিকে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টায় সে মারা যায়। স্থানীয় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মিনার চন্দ্র ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন