যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করতে হবে: ব্যারিস্টার খোকন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, এই সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। ফলে সংস্কার তাড়াতাড়ি করতে হবে এবং নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করতে হবে। গত ১৫ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি তাই গণ আকাঙ্ক্ষার এ নির্বাচন দেরি করা যাবে না।
শুক্রবার (৩ জানুয়ারি) নোয়াখালীর সোনাইমুড়ি সরকারি কলেজের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ৫ আগস্টের মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি দলের ভূমিকা ছিল অপরিসীম।’এ সময় তিনি ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘রাজনীতি করলে হবে না, পড়ালেখা করতে হবে। আমি আমার সারা জীবন রাজনীতি করেছি পাশাপাশি পড়াশোনা করেছি।’
আরও পড়ুনসভায় আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক, আনোয়ারুল হক কামাল, সাবেক মেয়র ও সোনাইমুড়ী পৌরসভা বিএনপি আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন দিদার এবং জেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক কতুব উদ্দিন সানি।
মন্তব্য করুন