ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

দিনাজপুরের কাহারোলে স্ত্রীর স্বপ্ন পূরণ করলেন স্বামী

দিনাজপুরের কাহারোলে স্ত্রীর স্বপ্ন পূরণ করলেন স্বামী। প্রতীকী ছবি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে স্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করছেন স্বামী। কাহারোল উপজেলা সদরের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে গড়ে ওঠা খালেদা আলম বিদ্যাপীঠ দিন দিন শিক্ষার আলো ছড়াচ্ছে।

জানা যায়, জেলার কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এদিব খালেদা হানুম ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক, বীর মুক্তিযোদ্ধা এসএম শামসুল আলম এই দুইজন মিলে অত্র শিক্ষা-প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। এ শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে প্রায় ৫ শতাধিক জন ছাত্র-ছাত্রী। শিক্ষার্থীদের পাঠ দানের জন্য ১৭ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।

গতকাল রোববার শিক্ষা-প্রতিষ্ঠানে পরিচালক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক, বীর মুক্তিযোদ্ধা এসএম শামসুল আলম জানান, আমার মরহুম স্ত্রীর স্বপ্ন ছিল একদিন শিক্ষা-প্রতিষ্ঠান থেকে অবসর নিয়ে নিজেই কাহারোলের প্রাণকেন্দ্রে একটি আধুনিক মানসম্মত শিক্ষা-প্রতিষ্ঠান গড়ে তোলা এবং শিক্ষার মান যাতে উপজেলা পর্যায়ে বৃদ্ধি পায় এবং অসহায় গরিব ও দু:খী মানুষেরা যাতে এই শিক্ষা-প্রতিষ্ঠানে তাদের কোমলমতি সন্তানদের স্কুলে লেখাপড়া করাতে পারে সেই বিষয় মাথায় রেখে কিংবা চিন্তা করে গড়ে তোলা হয় এই শিক্ষা-প্রতিষ্ঠানটি।

শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব স্কুল ভ্যানগাড়ি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন খেলাধুলার সামগ্রী। বর্তমানে প্লে­গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে এই শিক্ষা-প্রতিষ্ঠানে। এছাড়াও বিদ্যালয়ে শিক্ষাদানের মনোন্নয়ন ও সকল প্রকার নিয়ম-শৃঙ্খলা কঠোরভাবে পালনের মাধ্যমে বিদ্যালয় টিকে একটি আধুনিক উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা বদ্ধ-পরিকর।

আরও পড়ুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক মহা-ব্যবস্থাপক ও বীর মুক্তিযোদ্ধা এসএম শামসুল আলম আরও জানান, আমার এই প্রতিষ্ঠানটিতে যুগোপযোগী মানসম্মত শিক্ষাদানের সংকল্প নিয়ে প্রতিষ্ঠিত একটি অনন্য বিদ্যালয়, গুণগত মান ভালো করার জন্য আমরা আপনাদের পরামর্শ সদয় গ্রহণ করার জন্য একমত পোষণ করে আসছি। বিদ্যালয়ের মান উন্নয়নে আমরা বদ্ধ-পরিকর।

তাই আপনারা আপনাদের আদরের সোনামণিকে আমাদের এই প্রতিষ্ঠানে শিক্ষার জন্য পাঠান এই প্রত্যাশা আপনাদের সকলের কাছে। সাবেক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহা-ব্যবস্থাপক ও বীর মুক্তিযোদ্ধা এসএম শামসুল আলম। বর্তমানে তিনি অত্র বিদ্যালয়টির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার বিক্ষোভ

বগুড়াসহ কয়েকটি জেলায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা জারি  

ভারতে ৪ টিভির সম্প্রচার বন্ধের ব্যাখ্যা চাওয়া হবে: ফয়েজ আহমেদ

বিসিবি অপেক্ষা করছে পিসিবির 

ভারতের এস-৪০০ ধ্বংসের দাবি পাকিস্তানের