কুড়িগ্রামের রাজারহাটে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে বিষাদু চন্দ্র দাস(২৭) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে ধর্মীয় কটুক্তির বিষয়টি শেয়ার করায় এবং বিক্ষুব্ধ মুসল্লিগণের আন্দোলনের প্রেক্ষিতে পুলিশ গতকাল রোববার রংপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত বিষাদু চন্দ্র দাস রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি দাসপাড়া গ্রামের চিনিরাম দাসের ছেলে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। পুলিশ জানায়, ইমাম হোসেন নামের একটি সামাজিক মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করা একটি লিখা প্রচার হচ্ছিল। ওই লিখাটি বিষাদু চন্দ্র দাস তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে।
ঘটনাটি জানাজানি হলে এলাকার ধর্মপ্রাণ বিক্ষুব্ধ মুসল্লিগণ তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মানব বন্ধন ও কুড়িগ্রাম-উলিপুর মহাসড়ক অবরোধ করে। পুলিশের পক্ষ থেকে বিষাদু চন্দ্রকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
আরও পড়ুনরাজারহাট থানার পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে রংপুর এলাকা থেকে অভিযুক্ত বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতার করে। এ ঘটনায় আজ সোমবার (৩০ ডিসেম্বর) থানায় একটি মামলা দায়ের হলে পুলিশ গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, বিষাদুকে গ্রেফতার করার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন