ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

নাজিরপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক

নাজিরপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক

পিরোজপুরের নাজিরপুরে স্বামীর বিরুদ্ধে জান্নাতুল ফেরদাউস (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল  রোববার (২৯ ডিসেম্বর) রাতে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

 

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জান্নাতুল ফেরদাউস বাগেরহাটের চিতলমারি উপজেলার শৈলদাহ গ্রামের গোলাম মোস্তাফার কন্যা এবং উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা গ্রামের মো. ইসমাইল হোসেনের স্ত্রী। 

 

নিহতের মা পারভীন বেগম বলেন, আমার কন্যাকে হত্যা করে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। গত আড়াই বছর আগে আমার মেয়ের সঙ্গে ইসমাইলের বিয়ে হয়। বিয়ের সময় চাহিদামতো যৌতুক দেওয়া হয়। কিন্তু বিয়ের পরে বিভিন্ন সময় স্বামী তাকে যৌতুকের দাবিতে মারধরসহ পরিবারের লোকজন বিভিন্নভাবে নির্যাতন করতো। তারই ধারাবাহিকতায় তাকে হত্যা করে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার রাতে তাকে নিজ ঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিপন পাল বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নিহতের স্বামী ইসমাইল হোসেন বলেন, তার স্ত্রী নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ বলেন, এ ঘটনার অভিযোগে গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া -৬ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ সোহেলের গণসংযোগ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া সিভিল সার্জন অফিসে দু’জন সার্জন, বিব্রতকর পরিস্থিতিতে জেলার চিকিৎসকরা

বগুড়ার ধুনটে সাংবাদিক রফিককে শিক্ষকদের সংবর্ধনা

দুর্দান্ত শুরুর পরও ১৪৬ রানে অলআউট পাকিস্তান

বিগত ফ্যাসিস্ট সরকারের মত কোনো বিতর্কিত নির্বাচন হতে দেয়া হবে না- লেবু মাওলানা