ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

কলার খোসা যেসব কাজে ব্যবহার করতে পারেন

সংগৃহীত,কলার খোসা যেসব কাজে ব্যবহার করতে পারেন

লাইফস্টাইল ডেস্ক : প্রচুর পুষ্টিগুণে ভরপুর কলা, তা আমাদের প্রায় সবারই জানা। কলা খাওয়ার পর সেটির খোসা সাধারণত আমরা ফেলে দিই। কিন্তু বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে এই কলার খোসা। সেগুলি কী কী? চলুন, জেনে নিই।

১. অনেকেই বসার ঘর বা ব্যালকনিতে গাছ সাজিয়ে রাখেন। আর এই গাছের পাতা অনেক সময়ই ধুলাবালি পড়ে নোংরা হয়ে যায়। বেশি পানি দিয়ে পাতাগুলো পরিষ্কার করলে তা গাছের জন্য ক্ষতিকর হতে পারে। তাই গাছের পাতা পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন কলার খোসা।


এভাবে পাতাগুলো পরিষ্কার যেমন হবে, তেমনি ধুলোময়লা গাছের পাতায় জমার সম্ভাবনাও কমবে।

 
২. জুতা পালিশের ক্ষেত্রেও কলার খোসার কোনো বিকল্প নেই। একবার কলার খোসার ভেতরের সাদা অংশ দিয়ে জুতা ঘষে নিলে একেবারে চকচকে হয়ে উঠবে।

৩. দাঁতের ঔজ্জ্বল্য ধরে রাখার জন্য কলার খোসার কোনো বিকল্প নেই। দাঁত পরিষ্কার করার জন্য মাজনের চেয়েও বেশি কাজে দেয় কলার খোসা।

আরও পড়ুন

৪. কলার খোসা দিয়েই পরিষ্কার করে ফেলতে পারেন চামড়ার ব্যাগ, বেল্ট। কলার খোসার মধ্যে থাকা সাদা অংশ চামড়ার ব্যাগ ও বেল্টের ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করে।

৫. ত্বকের যত্নে এই খোসা অত্যন্ত উপযোগী। কলার খোসা বেটে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে ঘষুন।


মুখের কালো দাগ বা বলিরেখা দূর হবে সহজে। ত্বককে মসৃণ করতেও কলার খোসা অত্যন্ত দরকারি। শুষ্ক ত্বকে কলার খোসার ভিতরের অংশ লাগিয়ে রাখুন। কিছু ক্ষণ পর শুকিয়ে এলে মুখ ধুয়ে ফেলুন। ত্বক মোলায়েম হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পাঁচ ম্যাচ সিরিজ খেলতে পৌঁছল নিউজিল্যান্ড

মাগুরার সাবেক কাউন্সিলর মীর বাবুকে কুপিয়ে জখম

মেসিকে নিয়ে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফরে আসছে আর্জেন্টিনা

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে জুলাই গণহত্যার আসামিনের মনোনয়ন বাতিলের দাবি

ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ

নাফ নদী থেকে আটক ৪ রোহিঙ্গা জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি