ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

দেশে ফিরলেন ৬৪ হাজার ৮৬ হাজি

দেশে ফিরলেন ৬৪ হাজার ৮৬ হাজি, ছবি: সংগৃহীত।

২০২৫ সালের পবিত্র হজ পালন শেষে দেশে ফিরলেন ৬৪ হাজার ৮৬জন বাংলাদেশি হাজি। বৃহস্পতিবার (৩ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে জানানো হয়েছে, ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৯ হাজার ৭৯ জন। 

হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ২৯ হাজার ২৬৩ জন, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৪৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে। এ পর্যন্ত ১৭৩টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮০ ও সৌদি এয়ারলাইন্স ৭০টি ফ্লাইট চালিয়েছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।এবছর হজ পালনের সময় সৌদি আরবে মোট ৩৮ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যুর কারণগুলোর মধ্যে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল প্রধান।

আরও পড়ুন

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশ নিয়েছেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ প্রথম অতিথি তানজিন তিশা

বিজয়নগরে বিজিবির অভিযানে ৩৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

কেন্দুয়ায় হাওরে পড়ে ছিল এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ

মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮