নাটোর পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

নাটোর প্রতিনিধি : নাটোর পৌরসভা এলাকায় সপ্তাহ ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় পৌরসভার বড় হরিশপুর বাস টার্মিনালে এই কর্মসূচীর উদ্বোধন করেন নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন।
এ সময় পৌর প্রশাসক বলেন, দেশের অন্যতম প্রাচীন নাটোর পৌর এলাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে পৌরসভার বিশেষ ভূমিকার পাশাপাশি পৌর নাগরিকবৃন্দকে অংশগ্রহনমূলক ভূমিকা পালন করতে হবে। এই অভিযানের মাধ্যমে জনসচেতনতা তৈরী হবে। ফলে পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে মানসিক প্রশান্তির পাশাপাশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে।
আরও পড়ুনএই অভিযানে নাটোর পৌরসভার ওয়ার্ড এলাকায় কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা কর্মী সহযোগে মশক নিধন, ড্রেন পরিষ্কার, ঘাস-ঝোপ-জঙ্গল অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। একই সাথে ‘পুষ্পিত নাটোর’ গড়ে তোলার লক্ষ্যে পৌরসভা এলাকায় ফুলের গাছ রোপন করা হচ্ছে।
মন্তব্য করুন