ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

ভারত থেকে অনুপ্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক আটক

ভারত থেকে অনুপ্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক আটক

ভারত থেকে অবৈধ উপায়ে অনুপ্রবেশের সময় ফেনীর সীমান্ত এলাকায় নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছে।

আজ রোববার (২৯ ডিসেম্বর) ভোর রাত ৩টার দিকে পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তিনি বিজিবির হাতে আটক হন।

আটক ব্যক্তির নাম গিলবার্ট অ্যাপেহ। তার বাবার নাম এমেকা। তার সাথে থাকা পাসপোর্টের তথ্য মতে, তিনি গত ২১ মে নাইজেরিয়া হতে বিমানযোগে ২২ মে ভারতের নিউ দিল্লি এয়ারপোর্টে আগমন করেন। ভারত কয়েক মাস ধরে অবস্থান করে ২৯ ডিসেম্বর অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। সীমান্ত পিলার ২১৫৮/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে তার ব্যবহৃত বিভিন্ন প্রকার ওষুধ, ঘড়ি, মোবাইল ও পোষাক সামগ্রীসহ পরশুরাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এদিকে পৃথক অভিযানে ছাগলনাইয়া উপজেলার চম্পক নগর বিওপির টহল দল সোনাপুর কবরস্থান নামক সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় হুইস্কি, র্টাগেট ট্যাবলট জব্দ করে। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৩২ হাজার টাকা। জব্দকৃত মালামাল মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

 

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিককে আটক করে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত মাদক ও ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হবে। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার ৬ বিভাগে বৃষ্টির আভাস, কমবে গরম

নওগাঁর নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে ধান কাটামাড়াইয়ে ব্যস্ত কৃষান কৃষাণীরা

বগুড়ার ধুনট থানার পাশেই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

পাবনার চাটমোহরে আমগাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুর ইসরাইলের 

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার