বগুড়ার সোনাতলায় জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলার অভিযোগ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় আজ শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় পূর্বপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও আগুনে দেওয়ার ঘটনা ঘটেছে। থানা সূত্রে জানা গেছে, উপজোর দিগদাইড় গ্রামে নজমল হোসেন প্রামানিক একই এলাকার তপন কুমার রায়ের কাছ থেকে ৮ শতক জমি কিনে করে বাড়ি নির্মাণ করেন।
একই জমির মালিকানা দাবি করে আসছেন পাশের নূরপুর গ্রামের তছিম উদ্দিনের ছেলে ফুলমিয়া। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কয়েক দফা কথা কাটাকাটি থেকে মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে গত ১৫ ডিসেম্বর ফুলমিয়া ও তার লোকজন ওই জমির ওপর নজমল হোসেনের বসতবাড়িতে এসে হামলা চালান। এরপর আজ শনিবার (২৮ ডিসেম্বর) বেলা আনুমানিক ১১টার সময় আবারও ফুলমিয়ার লোকজন নজমলের বাড়িতে হামলা চালান।
আরও পড়ুনএ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
মন্তব্য করুন