ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

নাটোর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মাহাবুর রহমান

নাটোর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মাহাবুর রহমান

নাটোর প্রতিনিধি : নাটোরে গত নভেম্বর মাসে ক্লুলেস ডাকাতি মামলা উদঘাটন ও মালামাল উদ্ধার, অপরাধ প্রবণতা রোধ, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারসহ ভালো কাজের স্বীকৃতির জন্য জেলার শ্রেষ্ঠ থানা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সদর থানার পরিদর্শক মাহাবুর রহমান। এছাড়া শ্রেষ্ঠ এসআই হিসেবে তিনজন ও শ্রেষ্ঠ এএসআই দুইজন নির্বাচিত হয়েছেন। গত অক্টোবর মাসেও শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন মাহাবুর রহমান।

গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক ক্রাইম কনফারেন্সে এ মূল্যায়ন করা হয়। পুলিশ সুপার মারুফাত হুসাইন তাদের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। এরমধ্যে ক্লুলেস ডাকাতি মামলা উদ্ঘাটন ও মালামাল উদ্ধারের জন্য সদর থানার এসআই (উপ-পরিদর্শক) জামাল উদ্দিনকে শ্রেষ্ঠ এসআই হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়া ক্যাটাগরি অনুযায়ী শ্রেষ্ঠ অপর দুইজন এসআইয়ের মধ্যে প্রথম হয়েছেন সদর থানার সঞ্জয় কুমার ও দ্বিতীয় হয়েছেন লালপুর থানার হুমায়ুন কবির এবং শ্রেষ্ঠ এএসআই এর মধ্যে প্রথম হয়েছেন সদর থানার মশিউর রহমান ও দ্বিতীয় হয়েছেন গুরুদাসপুর থানার মোতালেব হোসেন।

আরও পড়ুন

তাদেরকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই ঘোষণা দেওয়াসহ পুরস্কৃত করেন পুলিশ সুপার। এসময় জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, পুলিশ কর্মকর্তাদের কাজে উৎসাহিত ও উজ্জীবিত করতে প্রতি মাসেই তাদের কাজের মূল্যায়ন করা হয়। ভাল কাজের জন্য নভেম্বর মাসে শ্রেষ্ঠ এসআই হিসেবে তিনজন ও শ্রেষ্ঠ এএসআই দুইজন নির্বাচিত করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

২ মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বর থেকে আবার খোলা বাজারে আটা বিক্রি শুরু

সিরাজগঞ্জের সলঙ্গায় পাটের হাটে ফিরেছে পুরোনো ঐতিহ্য

বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের অপার সম্ভাবনাময় আশুড়ার বিল

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন শেখ বশিরউদ্দীন