ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

এক লাখ মানুষকে গণকবর দেয় বাশার আল আসাদ

এক লাখ মানুষকে গণকবর দেয় বাশার আল আসাদ, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে গণকবরে প্রায় এক লাখ মানুষের দেহ রয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতায় থাকাকালীন এসব মানুষকে হত্যা করে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সিরিয়ান অ্যাডভোকেসি সংস্থা গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর : রয়টার্স 

দামেস্ক থেকে বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাতকারে মুয়াজ মুস্তফা বলেন, সিরিয়ার রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরে উত্তরে অবস্থিত আল কুতাইফাতে গণকবর রয়েছে। গত কয়েক বছর ধরে পাঁচটি গণকবরের মধ্যে তিনি একটির সন্ধান পেয়েছেন। সিরিয়ান জরুরি টাস্ক ফোর্সের প্রধান মুস্তফা বলেন, ওই গণকবরে এক লাখের বেশি মরদেহ থাকতে পারে। তিনি আরও বলেন, ওই স্থানে পাঁচ অঞ্চলের চেয়ে আরও বেশি গণকবর রয়েছে। যেখানে সিরিয়ান ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রিটিশ নাগরিকের দেহ রয়েছে। তবে মুস্তফার অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স 

আরও পড়ুন

২০১১ সাল থেকে আসাদ লাখ লাখ মানুষকে খুন করে। যখন তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমাতে কঠোরতা আরোপের পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। আসাদের বাবা হাফিজ ২০০০ সালে মারা যাওয়ার পর ক্ষমতায় আসেন বাশাল আল আসাদ। এরপরই তার বিরুদ্ধ বিচার বর্হিভূত হত্যা এবং গণহত্যাসহ নানা অভিযোগ ওঠে। তবে আসাদ সরকার বরাবরই মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অস্বীকার করেছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা 

ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার আবেদন খারিজ

রাজশাহীতে বগি লাইনচ্যুত আড়াই ঘন্টা পর ছাড়লো ‘বনলতা’ এক্সপ্রেস

বগুড়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রংপুরে শিবিরের মানববন্ধন

প্রথমবার উপস্থাপনায় প্রশংসিত মুক্তি, শুভ জন্মদিন