ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

ইসরায়েলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৬৯ 

ইসরায়েলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৬৯ , ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় স্কুলসহ চারটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (১৫ ডিসেম্বর) গাজার উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় শিশু, সামরিক কর্মকর্তা ও সাংবাদিকসহ অনেকে নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। একইদিন গাজার বেইত হানুনের আরেকটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুসহ দুই সাংবাদিক রয়েছেন। এদিন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বর্বরতায় বেশ কয়েকজন ফিলিস্তিনি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তেল আবিবের দাবি, হামাসের অস্ত্র সংরক্ষণাগার ও হামলার পরিকল্পনার জন্য ব্যবহৃত একটি চিকিৎসা কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

এদিকে, এই দিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট (প্রেসিডেন্ট ইলেক্ট) ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয় বেনিয়ামিন নেতানিয়াহুর। গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি ও বিদেশি বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ জুলাই রক্তক্ষয়ী সংঘর্ষে আন্দোলন রূপ নেয় অগ্নিশিখায়

গ্লোবাল সুপার লিগে শিরোপা খোয়ালো রংপুর 

আজ শনিবার রাত আটটা পর্যন্ত গোপালগঞ্জে ‘কারফিউ’ শিথিল

সমাবেশ শুরুর আগেই পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারে দাবিতে ইবিতে টর্চলাইট মিছিল করেছে ছাত্রশিবির

জামায়াতের জাতীয় সমাবেশ: সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা