ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগের মতো না হলেও

বগুড়ায় শেষ সময়ে জমে উঠেছে ফুল বিক্রি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগের মতো না হলেও বগুড়ায় শেষ সময়ে জমে উঠেছে ফুল বিক্রি

স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবসে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহিদদের ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য প্রতিবছর বগুড়ার ফুল মার্কেটে ফুল বিক্রির ধুম পড়ে যায়। দুই-তিন দিন আগে থেকে নেয়া সরকারি, আধাসরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন ব্যক্তির অর্ডারের ফুলের তোরণ, মালাসহ ফুলেরগুচ্ছ বানোনোতে ব্যস্ত দিন পার করেন ফুল ব্যবসায়ীরা।

এবার পরিবর্তীত পরিস্থিতিতে আগের মতো অর্ডার না হলেও শেষ সময়ে জমে উঠেছে ফুল বিক্রির দোকানগুলো। দিনটিকে ঘিরে সাধারণ ক্রেতারাও নিজে এবং তাদের সন্তানদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শেখাতে ফুল কিনতে ছুটতেন দোকানে দোকানে। এতে সারাটা দিন থাকে প্রতিটি  দোকানে ফুল বিক্রির উৎসব।

এবার এমন দৃশ্য থাকলেও তা আগের মতো নয় বলে জানাচ্ছেন দোকানীরা। দোকানীরা বলছেন, প্রত্যেক বছর পরিচিত যেসব মানুষ ফুলের দোকানে আসতেন তারা আসেননি। সারাবছর এই দিবসগুলোতে তাদের ভালো ব্যবসা হয়। অন্য দিনগুলোতে ব্যবসা চলে কোনরকমে।

গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত বগুড়া শহরের শহীদ খোকন পার্ক রোডের ফুল মার্কেটসহ আশেপাশের বিভিন্ন দোকানে দোকানে ব্যস্ততা চোখে না পড়লেও শেষ সময়ে ব্যস্ত সময় পার করেন ফুলের তোরণ, মালাসহ ফুলেরগুচ্ছ বানানোর কারিগররা। দোকানগুলোতে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, ডালিয়াসহ হরেক রকমের ফুল।

আরও পড়ুন

এই মার্কেটের আপন ফুল ঘরের  স্বত্বাধিকারী মেহেদী হাসান জানান, প্রতিটি দিবসে আগে থেকেই বগুড়াসহ যশোর থেকে বেশিরভাগ ফুল সংগ্রহ করেন। সারাবছরই বগুড়াতে ফুল বিক্রি হলেও দিবসগুলো বেশি ফুল বিক্রি করেন তারা। কিন্তু এবছর বিজয় দিবসের ব্যস্ততা আগের মতো না থাকলেও শেষ সময়ে দম ফেলার সুযোগ পাচ্ছি না। এবছর ফুলের দামও বেশি। সেই বেশি দামেই ফুল কেনা হয়েছে দিবসটি উপলক্ষ্যে।

জেলা ফুল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জুয়েল হাসান বলেন, প্রতিবছর দিবসগুলোতে ভালো বেচা-কেনা হয়। এবারও সেই হিসেবে ফুলের যোগান বাড়ানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত মার্কেটের ১৭টি দোকানে যোগানের বিপরীতে বেচাকেনা চললেও তা বিগত বছরের তুলনায় কিছুটা কম।

এবছর ফুলের দাম চারগুণ বেড়েছে। বর্তমানে গাঁদা ফুল বিক্রি হচ্ছে ২ টাকা, গোলাপ ২০ টাকা, জারবেরা ২০ টাকা, রজনীগন্ধা ২০ টাকা পিস করে বিক্রি হচ্ছে। বিজয় দিবসে যে ফুলের রিং বিক্রি হয় তার দামও বেশি। দাম ৫০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন