বোয়ালখালীতে টেম্পো-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আরাকান সড়কের রায়খালী ব্রিজ এলাকায় সিএনজিচালিত টেম্পো ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. সাইমন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমন পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চরখিজিরপুর গ্রামের মৃত নুর কাদেরের ছেলে।
আরও পড়ুনপ্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত ইজিবাইকটি আরাকান সড়কের শাকপুরা থেকে গোমদণ্ডী ফুলতলের দিকে যাওয়ার পথে রায়খালী ব্রিজের জঙ্গা তালুকদার পাড়ার গেইটের সামনে বিপরীতমুখী সিএনজিচালিত টেম্পোর সাথে (চট্টমেট্রো-চ ০৫০৬৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক সাইমন ঘটনাস্থলে মারা যান।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন