ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

ফরিদপুরে শিশুর মরদেহ পেয়ে হত্যাকারী সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধ নিহত

ফরিদপুরে শিশুর মরদেহ পেয়ে হত্যাকারী সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধ নিহত

ফরিদপুরে নিখোঁজের এক দিন পর একটি বাড়ি থেকে সাত বছর বয়সী এক মেয়ে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় গণপিটুনিতে মো. হায়দার মোল্লা (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

 

আজ বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর নশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার শিশুটি সরকারি চর নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর গণপিটুনিতে নিহত হায়দার মোল্লা সম্পর্কে শিশুটির চাচাতো দাদা। 

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটি গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিল। আজ বিকেল ৫টার দিকে হায়দার মোল্লার বাড়ির মাচার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে ধারণা করে এলাকাবাসী। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হায়দারকে পিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন

এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, এর আগেও ধর্ষণের অভিযোগে হায়দার মোল্লা দীর্ঘদিন জেল খেটেছেন। এরপর তিনি মালয়েশিয়া চলে যান। সেখানেও নারী সংক্রান্ত জটিলতায় জেল খাটেন। এরপর মুক্তি পেয়ে গত দু-এক বছর আগে দেশে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, হায়দার মোল্লা গণপিটুনিতে মারা গেছে। পুলিশ জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করে। তবে লোকজন বেশি হওয়ায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল কি না তা মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যবে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান