ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

হোমল্যান্ড ইন্সুরেন্স’র চেয়ারম্যানসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা

হোমল্যান্ড ইন্সুরেন্স’র চেয়ারম্যানসহ সাত কর্মকতার বিরুদ্ধে মামলা। প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : বগুড়ায় এক আইনজীবীকে তার বীমার টাকা প্রদান না করায় হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানির লিমিটেডের চেয়ারম্যানসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে ওই সাত কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার জন্য তাদের প্রতি সমন জারির আদেশ দেন।

এই মামলার আসামিরা হলেন-ঢাকার প্রধান কার্যালয়ের চেয়ারম্যান জামাল উদ্দীন, প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে দাস, ডিএমডি শাহাদত হোসেন, এসডিপি হিসাব এরফানুল হক, রাজশাহী বিভাগের জিএম নিয়াজ মোর্শেদ, বগুড়া শাখার অফিস ইনচার্জ গোলাম রব্বানী ও ক্যাশিয়ার জালাল উদ্দিন।

বগুড়া নারুলীর জাহিদুল ইসলামের ছেলে ও বগুড়া বার’র সদস্য এড. জাকারিয়া সুলতান বাদি ওই সাতজনকে আসামি করে আজ বুধবার (১১ নভেম্বর) বগুড়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে এই মামলা দায়ের করেন। অতিরিক্ত চিফ জুডিসিাল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা বাদির মামলাটি গ্রহণ করে ওই সাত আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন এবং আগামী ১১ মার্চ এই মামলার পরবর্তী দিন ধার্য্য করেন।

আরও পড়ুন

আদালতে দায়েরকৃত মামলার অভিযোগে বাদি এড. জাকারিয়া সুলতান উল্লেখ করেন, তিনি হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে গত ২০১১ সালের ২৮ ডিসেম্বর ১২ বছর মেয়াদি প্রতি বছর ১০ হাজার ৬৪৫ টাকা কিস্তি প্রদানে জীবন বীমা পলিসি খোলেন এবং মেয়াদ শেষে বাদিকে দুই লাখ টাকা দেওয়ার কথা উল্লেখ থাকলেও আসামিগন বাদিকে কোন টাকা প্রদান করেননি।

পরে বাদি লিগ্যাল নোটিশ প্রদান করলেও তারা কোন সদুত্তোর দেননি গত ৫ ডিসেম্বর আসামিদেরকে শহরের বড়গোলায় তাদের বগুড়া অফিসে পেয়ে বাদি তার প্রাপ্য দুই লাখ টাকা দিতে বললে আসামিগণ অস্বীকার করে মর্মে অভিযোগে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম