ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

ইসরায়েলের হামলায় সিরিয়ার সামরিক সক্ষমতার ৮০ শতাংশ ধ্বংস

ইসরায়েলের হামলায় সিরিয়ার সামরিক সক্ষমতার ৮০ শতাংশ ধ্বংস, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ৪৮ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে অন্তত ৪৮০টি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ার সামরিক সক্ষমতার প্রায় ৭০-৮০ শতাংশই বিধ্বস্ত হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েল বলছে, আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে চরমপন্থিদের হাতে চলে না যায়, সেজন্যই এ পদক্ষেপ নিয়েছে তারা। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ইসরায়েল কঠোর সামরিক হামলা চালিয়েছে। সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলে অন্তত ৪৮০টি বিমান হামলা চালিয়েছে এবং ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যকার বাফার জোন থেকে এগিয়ে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে স্থলবাহিনী মোতায়েন করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা গত দুই দিনে সিরিয়ার বিভিন্ন স্থানে প্রায় ৪৮০টি হামলা চালিয়েছে। যার মাধ্যমে সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্র মজুত ধ্বংস করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইসরায়েলি নৌবাহিনী রাতারাতি সিরিয়ার নৌবহর ধ্বংস করেছে এবং এই অভিযানকে ‘বড় সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী অনুমান করেছে যে, তারা আসাদ সরকারের কৌশলগত সামরিক সক্ষমতার ৭০-৮০ শতাংশ ধ্বংস করেছে। তবে বিষয়টি নিয়ে সিরিয়ার কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি বিমানবাহিনী পরিচালিত ৪৮০টি হামলার মধ্যে প্রায় ৩৫০টি ছিল মানব চালক বিশিষ্ট যুদ্ধবিমানের হামলা। এসব হামলা সিরিয়ার বিমানবন্দর, অ্যান্টি-এয়ারক্রাফট ব্যাটারি, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান, ট্যাংক এবং অস্ত্র উৎপাদন স্থাপনায় চালানো হয়। এসব হামলা দামেস্ক, হোমস, তারতুস, লাতাকিয়া এবং পালমিরায় করা হয়েছে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে। বাকি হামলাগুলো ছিল স্থল অভিযানের সহায়তায়, যেখানে অস্ত্রাগার, সামরিক কাঠামো, লঞ্চার এবং ফায়ারিং পজিশন লক্ষ্য করা হয়।

আরও পড়ুন

 ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের জাহাজ দুটি সিরিয়ান নৌ ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে ১৫টি জাহাজ নোঙর করা ছিল। এতে বেশ কয়েকটি সমুদ্র থেকে সমুদ্রে ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র ফটোগ্রাফারদের ধারণ করা ছবিতে লাতাকিয়ায় সিরিয়ার নৌবন্দরে সামরিক জাহাজের ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং দামেস্কের দক্ষিণ-পশ্চিমে মেজ্জেহ বিমান ঘাঁটিতে ধ্বংসপ্রাপ্ত সিরিয়ান সামরিক হেলিকপ্টারের চিত্র দেখা গেছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দস্যুতা ও প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার চার

বগুড়ার গাবতলীর পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দেশ সেরা

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাত্রলীগ সমর্থক সজিবের বিরুদ্ধে নাশকতা মামলা, জুলাই গেজেটে নাম প্রকাশ

নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম

বগুড়ার শেরপুরে কৃষকের ভুট্টা লুটের অভিযোগ

সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সূর্য দহনে পুড়ছে রাজশাহী