ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

বগুড়ার ধুনটে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

বগুড়ার ধুনটে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু, প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে একবছর বয়সী ওমর ফারুক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওমর ফারুক উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের আব্দুস ছালামের ছেলে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুকের মা মিনুকা আক্তার জানান, আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ওমর ফারুককে বাড়ির উঠানে রেখে গৃহস্থালি কাজকর্ম করছিলেন। এ সময় ওমর ফারুক ওঠানে খেলাধূলা করছিল। এই কর্ম ব্যস্ততার ফাঁকে পরিবারের লোকজনের অগোচরে ওমর ফারুক বাড়ির পাশে পুকুরে গড়িয়ে পড়ে যায়। ওমর ফারুককে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে।

আরও পড়ুন

প্রায় আধাঘন্টা পর পুকুর থেকে ওমর ফারুকের ভাসমান দেহ উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আইনী প্রক্রিয়া শেষে ওমর ফারুকের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার তিনজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে টাক্টর-ট্রলির সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত  

দিনাজপুরের নবাবগঞ্জে বোরো ধান কাটা শুরু ব্যস্ততা বেড়েছে গৃহিণীদের

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পাক-ভারত যুদ্ধে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু