বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাফিজুর সাময়িক বরখাস্ত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাহ্ এয়তেবারিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ জি.এম মোস্তাফিজুর রহমানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৫ ডিসেম্বর মাদ্রাসা পরিচালনা পর্ষদের (এডহক) সভাপতি ও বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) আব্দুল করিম স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চত করেছেন।
জানা গেছে, মাদ্রাসার অধ্যক্ষ জি.এম মোস্তাফিজুর রহমানকে গত ১৮ নভেম্বর তারিখে দুটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দেওয়ার কথা থাকলেও অধ্যক্ষ মোস্তাফিজার রহমান কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদান করেননি। তার সাময়িক বরখাস্তকালীন সময়ে মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাঃ মোশারফ হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বও দেওয়া হয়েছে।
এদিকে আজ সোমবার (৯ ডিসেম্বর) এবিষয়ে সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, তিনি সাময়িক বরখাস্তের চিঠি পেয়েছেন। বর্তমানে মাদ্রাসার কোন পরিচালনা কমিটি নেই। এডহক কমিটি প্রতিষ্ঠানের প্রধানকে বরখাস্ত করতে পারেন না।
আরও পড়ুনতিনি কারণ দর্শানোর নোটিশ প্রদানের বিরুদ্ধে অসম্মতি জানিয়ে গত ১ ডিসেম্বর রোববার উচ্চ আদালতে একটি রিট যাহার নং-১৪৯৯০/২০২৪ দায়ের করেছেন, যা বিচারাধীন রয়েছে। একই সাথে তিনি বলেন, উক্ত সাময়িক বরখাস্তের চিঠির বিরুদ্ধেও তিনি উচ্চ আদালতে আবেদন করবেন।
মন্তব্য করুন