ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় বিচারকের স্বাক্ষর জাল করার অভিযোগে তিন প্রতারক গ্রেপ্তার ও স্বীকারোক্তি

বগুড়ায় বিচারকের স্বাক্ষর জাল করার অভিযোগে তিন প্রতারক গ্রেপ্তার ও স্বীকারোক্তি, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বিচারকের স্বাক্ষর ও সিল জাল করার অভিযোগে ৩ প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম গত বুধবার সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে জাল স্বাক্ষরিত এফিডেভিট করা স্ট্যাম্প উদ্ধার করা হয়। এদের মধ্যে ২ জন নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

গ্রেপ্তারকৃত প্রতারকরা হলো, বগুড়া সদরের নিশিন্দারা শৈলালপাড়া গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে সদরুল কবির (৪৮), গাবতলী উপজেলার চকসদু গ্রামের রেজাউল করিমের ছেলে ওহাব শিপন (৩০) ও একই উপজেলার সন্ধাবাড়ির মৃত মমতাজ উদ্দিনের ছেলে আক্তারুজ্জামান (৩৮)।

আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) গ্রেপ্তারকৃতদের বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আহসান হাবিব ও সাদিয়া আফসানা রিমা’র আদালতে হাজির করা হলে আসামি ওহাব ওরফে শিপন এবং আক্তারুজ্জামান ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে। পরে তাদের তিনজনকেই কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক। 

ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসান জানান, সুমাইয়া নামের এক শিক্ষার্থী রাজশাহী শিক্ষা বোর্ডে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা মাহবুব স্বাক্ষরিত একটি হলফনামা জমা দেন। শিক্ষা বোর্ড হলফনামার কপি যাচাই করার জন্য বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হকের আদালতে পাঠান। বুধবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলফনামায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা মাহবুবের স্বাক্ষর দেখে সন্দেহ পোষণ করেন।

আরও পড়ুন

আসমা মাহবুব ২০২১ সাল পর্যন্ত বগুড়ায় কর্মরত ছিলেন। বিষয়টি তিনি ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসানকে জানালে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা প্রশাসকের চত্বরে অবস্থিত স্ট্যাম্প ভেন্ডার দোকান থেকে তিনজনের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসান জানান, বিচারকের সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন