ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে রয়্যাল এনফিল্ডসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে রয়্যাল এনফিল্ডসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের সীমান্তে বিজিবির পৃথক পৃথক অভিযানে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ও গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) বিজিবিরি সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও মাদকদ্রব্য, চিনি, মহিষসহ ভারতীয় পণ্য জব্দ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

 

বিজিবির সূত্রে জানা যায়, গত বুধ ও বৃহস্পতিবার সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লালাখাল, লোভাছড়া এবং সোনাপুর বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

 

এসময় মালিকবিহীন অবস্থায় ১২ হাজার কেজি ভারতীয় চিনির গুঁড়া চাল, ৩ হাজার ৫৮০ কেজি ভারতীয় চিনি, একশ কেজি ভারতীয় নিম্নমানের তাল মিছরি, ১টি ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২টি কাতান শাড়ি, ৯টি কম্বল এবং চোরাচালানে ব্যবহৃত ১টি বড় টাটা ট্রাক জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ২৯ হাজার টাকা।

 

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন