ভিডিও মঙ্গলবার, ১৩ মে ২০২৫

‘পুষ্পা টু’র প্রিমিয়ারে পদদলিত হয়ে নারীর মৃত্যু

‘পুষ্পা টু’র প্রিমিয়ারে পদদলিত হয়ে নারীর মৃত্যু, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : আল্লু অর্জুন অভিনীত বহুল আলোচিত ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত হয়েছে ওই নারীর ৯ বছর বয়সি ছেলে। বুধবার রাতে হায়দরাবাদের আরটিসি ক্রসরোড এলাকার সন্ধ্যা থিয়েটারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর : এনডিটিভি।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে বহুল আলোচিত ভারতীয় সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির আগের দিন বুধবার রাতে হায়দরাবাদের আরটিসি ক্রসরোড এলাকার সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। সেখানে সশরীরে হাজির ছিলেন আল্লু অর্জুন ও মিউজিক ডিরেক্টর দেভি শ্রী প্রসাদ। তাকে দেখতে গিয়ে ভক্তদের প্রবল ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আর এতে পদপিষ্ট হন অনেকেই। মৃত্যু হয় ৩৫ বছর বয়সি এক নারী ভক্তের।

পুলিশের মতে, জনতার উপচেপড়া ভিড়ে থিয়েটারের প্রধান ফটক ভেঙে যায়। এমনকি এই ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জও করতে হয় তাদের। পুলিশ আরও জানিয়েছে, আহত ওই শিশুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে। পুলিশের তথ্যানুসারে, শুধু ‘পুষ্পা টু’ দেখতে নয়, হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল সিনেমার নায়ক ও প্রযোজনা টিমকে দেখতে। উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আরও পড়ুন

সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু: দ্য রুল’ ২০২১ সালের ব্লকবাস্টার 'পুষ্পা: দ্য রাইজ'-এর একটি সিক্যুয়াল। সিনোমাটি প্রথমদিনেই একাধিক ভাষায় প্রায় ১০ হাজার স্ক্রিনে মুক্তির জন্য নির্ধারিত হয়েছে। এতে অভিনয় করেছেন আল্লু অর্জুন, রাশমিকা  মান্দান্না, ফাহাদ ফাসিলসহ আরও অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোবিহীন আল নাসরের ইতিহাস গড়া জয়

সারা দেশে এনআইডি কার্যক্রম বন্ধ

হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল এটাই প্রথম : প্রধান বিচারপতি

জিম্মি মুক্তির পর ইসরায়েল বলছে-কোনও যুদ্ধবিরতি নয়

বিজেপি চেয়ারম্যান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা

সরকার প্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস