ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

লালমনিরহাটের পাটগ্রামে গুপ্তধন ভেবে নিজের কাছে রাখার পর লেবু জানলেন সেটি গ্রেনেড

লালমনিরহাটের পাটগ্রামে গুপ্তধন ভেবে নিজের কাছে রাখার পর লেবু জানলেন সেটি গ্রেনেড

লালমনিরহাট প্রতিনিধি : নদীতে মাটি কাটতে গিয়ে পাওয়া গ্রেনেড গুপ্তধন ভেবে প্রায় এক মাস নিজের কাছে রাখার পর আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) তা পুলিশে দিয়েছেন পাটগ্রাম উপজেলার বাউরা বাজার এলাকার মোফাজ উদ্দিনের ছেলে লেবু মিয়া।

লালমনিরহাটের পাটগ্রামে নদীতে মাটি কাটতে গিয়ে একটি ‘ধাতব বস্তু’ পান লেবু মিয়া। তিনি গুপ্তধন ভেবে বস্তুটি নিজের কাছেই সংরক্ষণ করেন। পরে জানতে পারেন, আসলে বস্তুটি কোনো গুপ্তধন নয়, এটি একটিা গ্রেনেড। এরপর সেটি পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) এনিয়ে কথা হলে পাটগ্রাম থানা ওসি আশরাফুজ্জামান সরকার জানান, এক মাস আগে কৃষক লেবু মিয়া বাউরা নবিনগর এলাকায় সানিয়াজান নদীতে মাটি কাটতে গিয়ে গ্রেনেডটি পান। প্রথমে এটিকে গুপ্তধন ভেবে গোপনে বাড়িতে রেখে বিভিন্নভাবে এটিতে আঘাত করে ভাঙার চেষ্টা করেন।

আরও পড়ুন

অবশেষে আগের দিন রাতে বুঝতে পারেন যে এটি গুপ্তধন নয়, পুরোনো কোনো গ্রেনেড হবে। তখন পুলিশে খবর দিলে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে। এটি আকারে ছোট হওয়ায় হাতের মুঠোয় রাখা সম্ভব। এটি নিস্ক্রিয় করতে সেনাবাহিনীর বিস্ফোরক ইউনিটকে খবর দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য-আসিফ মাহমুদ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী