ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ওয়ানডে দল থেকে চোটে বাদ শান্ত-হৃদয়-মুশফিক

ওয়ানডে দল থেকে চোটে বাদ শান্ত-হৃদয়-মুশফিক, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে আসন্ন সিরিজে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের জায়গা হয়নি। চোটের কারণে ছিটকে গেছেন তাওহিদ হৃদয়ও। 

তাদের অনুপস্থিতিতে ওয়ানডে দলে প্রথমবার সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। এছাড়া এক বছর পর ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। সবশেষ আফগানিস্তান সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান জাকির হাসান। নিয়মিত অধিনায়ক শান্ত না থাকায় এই সিরিজেও দলটিকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানকেও রাখা হয়নি। সাকিবের সঙ্গে দেশের ক্রিকেটের দূরত্ব তৈরি হয়ে গেছে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে। সেন্ট কিটসে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে ৮ ডিসেম্বর। পরের দুইটি ওয়ানডে যথাক্রমে ১০ ও ১২ ডিসেম্বর।

আরও পড়ুন

বাংলাদেশ স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

সংসদ নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

বগুড়ার শেরপুরে পৌর কিচেন মার্কেট উদ্বোধন করলেন ডিসি

মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করছেন মেসি

গাজা নিয়ে জাতিসংঘে চাপে যুক্তরাষ্ট্র

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় সেনা সদস্য নিহত