বগুড়ার শাজাহানপুরে ফসলি জমির মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার অপরাধে আবু শহীদ মুহাম্মদ আজমল হক (৫৩) নমের এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদেরভিত্তিতে গতকাল রোববার রাত ১০টায় উপজেলার সুজাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। অভিযান চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। অভিযানকালে শাজাহানপুর থানা পুলিশের সহযোগিতায় মাটি ব্যবসায়ী সুজাবাদ গ্রামের বাসিন্দা আবু শহীদ মুহাম্মদ আজমল হককে হাতেনাতে আটক করা হয়।
আরও পড়ুনপরে নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় এবং ভবিষ্যতে আর এমন অপরাধ করবে না মর্মে পরিবারের দেওয়া মুচলেকায় তাকে এক লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়। অভিযানে প্রসিকিউশন কর্মকর্তার দায়িত্ব পালন করেন শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম।
মন্তব্য করুন