ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় বগুড়ার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় বগুড়ার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, ছবি : দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় সারাদেশে বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। হাইকোর্ট থেকে খালাসের সংবাদ পাওয়ার সাথে সাথে বগুড়ায় নেতাকর্মীরা আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরে শহরের নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হন। সেখান থেকে আনন্দ মিছিল বের করা হয়।

জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপি’র সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, সরকার মুকুল, এনামুল হক সুমন, নাজমা আকতার, শামীম রেজা, অতুল চন্দ্র সরকার, গোর্কি, সুজন, হারিবুর রশিদ সন্ধান প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) : শাজাহানপুর উপজেলা বিএনপি বিকেলে দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে মাঝিড়া বন্দরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা হারেজ উদ্দিন, আব্দুল হাকিম মন্ডল, আব্দুল হাই সিদ্দিকী রনি, নুরুল আজাদ, ইদ্রিস আলী সাকিদার, আব্দুল মান্নান, হাফিজার রহমান কাজল, বাদশা আলম, মোশারফ হোসেন, নাসির উদ্দিন, আবুল বাসার, রফিকুল ইসলাম, আমিনুর রহমান, শফিকুল ইসলাম, মোশারফ হাসান, সোহেল আরমান রাজু প্রমুখ।

শেরপুর (বগুড়া) : উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আলাদা আলাদা আনন্দ মিছিল করেছে। সন্ধ্যায় বাসস্ট্যান্ড বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে পৌর বিএনপি’র সভাপতি স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েলের নেত্বত্বে আনন্দ মিছিল বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শফিক, এড. আমিনুল ইসলাম শাহিন, হাসানুল মারুফ শিমুল, সোহানুর রহমান লাবলু, আব্দুল করিম, জসিম উদ্দিন মন্ডল, শাহ আরিফ, রাহুমা ইসলাম রিচি প্রমুখ। বিকেলে খেজুরতলাস্থ উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে অপর মিছিল বের হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন প্রমুখ।

আরও পড়ুন

সারিয়াকান্দি (বগুড়া) : এ উপজেলাতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে পৌর বিএনপি’র আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বিকেলে উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হীরা, বিএনপি নেতা আমিরুল মমিন পিন্টু, লাল মাহমুদ লাল, আব্দুল মান্নান, মাহাবুল আলম তুপুল, সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাব, মামুনুর রশীদ পলাশ, মহিদুল ইসলাম মুন্সি, সামাদুল ইসলাম, ইমান আলী, শাহিন আলম, ফিরোজ হোসেন, বিপ্লব হোসেন প্রমুখ।

গাবতলী (বগুড়া) : উপজেলা বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বিএনপি নেতা আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, জুলফিকার হায়দার গামা, মুঞ্জুর মোরশেদ, ফিরোজ মন্ডল, মোর্শেদ লেমন, মিজানুর রহমান মিন্টু, জসীউর রহমান সোহেল, সাহাদত হোসেন সাগর, এম আর ইসলাম রিপন, মোস্তাফিজার রহমান মুঞ্জু, আতিকুর রহমান পিন্টু, ছাত্রদল নেতা এসএম রাঙ্গা, নাজমুল আহসান ডিটল, মানিক বাবু, মোস্তাফিজার রহমান মোস্তা, জাকিরুল ইসলাম লুকু, রাহাত রহমান তাসকিন প্রমুখ।

সোনাতলা (বগুড়া) : বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে পৌর বিএনপি’র সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে আলোচনা সভা করে।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক আহসান হাবিব রতন ও শাকিল রেজা বাবলা, শফিকুল ইসলাম, যুবদল নেতা পাভেল আহম্মেদ, হারুনুর রশিদ, জরিফুল ইসলাম, মাহমুদুর রহমান রনি, ওমর ফারুক বরাত, সাজ্জাদুর রহমান চাঁদ প্রমুখ।

নন্দীগ্রাম (বগুড়া) : বিকেলে উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আনন্দ মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি’র সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাচ্চু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্যান, আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনা

যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত

চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া পাননি আন্দোলনকারীরা

খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি

পঞ্চগড়ে ছিলাম, যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি: সারজিস

নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট