জয়পুরহাট শহরে দুর্ধর্ষ চুরি সংঘটিত

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাট শহরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে চোরেরা শহরের স্টেশন রোডের সিতারাম সাহার দোকান মেসার্স সাহা টেডার্স (মনোহারী দোকান) থেকে নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
দোকানের মালিক সিতারাম সাহা জানান সিসিটিভি অনুসারে সোমবার দিবাগত রাত প্রায় ২টা ৫২ মিনিটে মাইক্রোবাসযোগ মুখে মাক্স পরিহিত চোরেরা এসে তালা কেটে দোকানের ভিতর প্রবেশ করে নগদ ৭০ হাজার টকা ও ১৯, ২০ ও ২৯ টাকা মূল্যমানের প্রায় ৫ লাখ টাকার মোবাইল কার্ড ও ১ লাখ ২০ হাজার টাকার বিভিন প্রকার সিগারেট নিয়ে যায়।
আরও পড়ুনচেরেরা ২টা ৫২ মিনিট থেকে প্রায় ৩ টা ২২ মিনিট চুরি সংঘটিত করে মাইক্রো বাসযোগ চলে যায়।
মন্তব্য করুন