বগুড়া গাবতলীর মহিষাবানে জিয়ার পৈত্রিক নিবাসে 'জিয়া সাজারাহ' উদ্বোধন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দাদা মরহুম কামাল উদ্দিন মন্ডল পন্ডিতের বাড়ির চত্ত্বরে কবিতা 'জিয়া সাজারাহ' ফলক উন্মোচন করা হয়েছে। আজ শুক্রবার (২২ নভেম্বর) ‘মহিষাবান জিয়াবাড়ী পৈত্রিক নিবাস ফাউন্ডেশন’ এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে ‘জিয়া সাজারাহ্’ উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম। মহিষাবান ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ডের সভাপতি খায়রুজ্জামানের সভাপতিত্বে এবং মহিষাবান ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আ: রাজ্জাকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মহিষাবান ইউপি চেয়ারম্যান আ: মজিদ মন্ডল, বিএনপি নেতা আবু তালেব শাহিন, প্রভাষক আব্দুর রহিম, যুবদল নেতা মশিউর রহমান সুমন, আক্কাস আলী, স্বেচ্ছাসেবকদল নেতা সুজা উদ্দিন সুজা, আব্দুল লতিফ, আব্দুল হান্নান প্রাং, আব্দুল আলিম লালু, সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মন্ডল, আনোয়ার হোসেন, এরশাদ হোসেন, জহুর আহম্মেদ টপি, হাসানুর রহমান হাসান, আবু মূসা, শহিদুল ইসলাম, মিম হাসান, জিয়াবাড়ির আবুল কালাম, শামছুর রহমান তারা, আব্দুস সামাদ প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন