ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

পাবনার সুজানগরে ভেজাল কুমড়াবড়ি তৈরি ও বিক্রি হচ্ছে

পাবনার সুজানগরে ভেজাল কুমড়াবড়ি তৈরি ও বিক্রি হচ্ছে

সুজানগর (পাবনা) প্রতিনিধি : চলতি শীতের মৌসুমে পাবনার সুজানগরের হাট-বাজারে এ্যাংকার ডাল ও আলোচালের গুড়া মিশিয়ে তৈরি করা ভেজাল কুমড়াবড়ি বিক্রি করা হচ্ছে। আর ভোক্তারা ওই ভেজাল কুমড়াবড়ি কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী কুমড়াবড়ি মাশকালাইয়ের ডাল এবং চালকুমড়া দিয়ে তৈরি করার কথা। কিন্তু উপজেলার নিয়োগীরবন গ্রাম এবং মসজিদপাড়া এলাকার কতিপয় অসাধু ব্যক্তি অধিক মুনাফা লাভের আশায় কেবল নিম্নমানের এ্যাংকার ডাল এবং আলোচালের গুড়া মিশিয়ে ভেজাল কুমড়াবড়ি তৈরি করছে।

সুজানগর পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারের কতিপয় অসাধু কুমড়াবড়ি ব্যবসায়ী ভেজাল ওই কুমড়াবড়ি কম দামে কিনে খাঁটি কুমড়া বড়ি বলে চড়া দামে অবাধে বিক্রি করছে। উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মজিদ বলেন, শীতের মৌসুম শুরু হলেই ওই দু’টি এলাকার ১০/১৫জন ব্যক্তি মাশকালাইয়ের ডাল এবং চালকুমড়া ছাড়াই শুধু নিম্নমানের এ্যাংকার ডাল এবং আলোচালের গুড়া মিশিয়ে ভেজাল কুমড়াবড়ি তৈরী করে প্রতি কেজি ২৫০টাকা থেকে ৩শ’টাকা দরে বিক্রি করেন।

আরও পড়ুন

আর ভোক্তারা ভেজাল ওই কুমড়া বড়ি কিনে একদিকে প্রতারিত হচ্ছেন, অন্যদিকে তা খেয়ে পেটের পীড়াসহ নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, শিগগিরই ভেজাল কুমড়াবড়ি তৈরিকারী এবং বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্যান, আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনা

যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত

চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া পাননি আন্দোলনকারীরা

খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি

পঞ্চগড়ে ছিলাম, যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি: সারজিস

নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট