শাজাহানপুরে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা সামছুল গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলার এজাহার নামীয় আসামি খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছামছুল আলম ফকির (৫২) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গত বৃহস্পতিবার বিকালে বগুড়া শহরের আলতাফুননেছা খেলার মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওইদিন সন্ধ্যায় তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর সোপর্দ করা হয়।
আরও পড়ুনবিষয়টি নিশ্চিত করে ফোরকান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম বলেন, গ্রেফতার ছামছুল আরম ফকির শাজাহানপুর উপজেলার ওমরদিঘী গ্রামের ছনি ফকিরের ছেলে এবং খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানিয়েছেন, শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছামছুল আলম ফকিরকে আজ শুক্রবার আদালতে পাঠানো হচ্ছে।
মন্তব্য করুন