ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

মৌলভীবাজারের বিদ্যুতের তার চুরিতে জড়িত সন্দেহে ৪ আটক

মৌলভীবাজারের বিদ্যুতের তার চুরিতে জড়িত সন্দেহে ৪ আটক

নিউজ ডেস্ক:  মৌলভীবাজারের কুলাউড়ায় পল্লীবিদ্যুতের তার চুরি করার সময় চার চোরকে আটক করে গণ-পিটুনি দিতে থাকে জনতা। গণধোলাইয়ের হাত থেকে বাঁচাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানান স্থানীয় বাসিন্দা। পরে ঘটনাস্থলে এসে চোরদের উদ্ধার করে স্থানীয় থানার নিয়ে যায় পুলিশ ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় একজন কলার জানান- মৌলভীবাজারের কুলাউড়ায় পল্লীবিদ্যুতের তারসহ সন্দেহভাজন চারজন চোরকে আটক করে রাখা হয়েছে। এখন উত্তেজিত লোকজন তাদের উত্তম-মধ্যম দিচ্ছেন। চোরদের আইনের কাছে সোপর্দ করার জন্য কলার দ্রুত পুলিশি সহায়তার জন্য অনুরোধ জানান।

কলারের তথ্য মোতাবেক ৯৯৯ থেকে সংবাদ পেয়ে কুলাউড়া থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে চারজন সন্দেহভাজন চোরকে আটক করে ও চোরাই তার উদ্ধার করে। 

আরও পড়ুন

তারের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানা যায়।

গ্রেপ্তাররা হলেন— সেলিম মিয়া(২৪), তোফায়েল (২৪),  রুবেল মিয়া(২৫) এবং রাজিব মিয়া (২৫) । 

এ সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য-আসিফ মাহমুদ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী