ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চিলিতে চলছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। সেখানে দারুণ দাপট দেখাচ্ছে প্রতিযোগিতাটির রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আরও এক শিরোপার পথে এবার আরও একটু এগিয়ে গেল তারা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা নাইজেরিয়াকে হারিয়েছে ৪-০ গোলে। আর তাতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আলবিসেলেস্তারা। 

চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে খেলার শুরু থেকেই নাইজেরিয়ার ওপর ছড়ি ঘুরিয়েছে আকাশি-সাদারা। ৬০ সেকেন্ড না যেতেই গোল পেয়ে যান আলেখো সারকো। ডিলান গোলোসিতোর পাস থেকে সহজেই গোলটা আদায় করে নেন তিনি। দ্বিতীয় গোলটা এসেছে খুব দ্রুতই। ২৩ মিনিটে ফ্রি কিক থেকে গোলটা করেন মাহের কারিসো। নাইজেরিয়া দুই গোল হজম করে জেগে উঠেছিল। দুটো গোলের সুযোগও পেয়েছিল। তবে আর্জেন্টাইন গোলরক্ষক বারবির দারুণ সেভে গোলের দেখা আর পায়নি আফ্রিকান এই দল। এই ধারা দ্বিতীয়ার্ধেও ধরে রেখেছিল তারা।

তবে নাইজেরিয়ার মনোবল ভেঙে যায় তৃতীয় গোলে। মিল্টন দেলগাদোর বাড়ানো দারুণ এক বল খুঁজে পায় কারিসোকে। দারুণভাবে নাইজেরিয়া গোলরক্ষককে ধোঁকা দিয়ে তিনি বল পাঠান জালে। আর তাতেই আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়ে যায়। আকাশি সাদারা অবশ্য ‘হালি’ পূরণ করে তবেই থেমেছে। দারুণ ড্রিবলে প্রতিপক্ষের রক্ষণকে হতভম্ব করে দেন। এরপর গোলরক্ষককেও বোকা বানিয়ে বল জড়ান জালে।

আরও পড়ুন

শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো, যারা স্বাগতিক চিলিকে হারিয়েছে ৪-১ গোলে। এদিকে দিনের অন্য দুই ম্যাচে স্পেন ১-০ গোলে হারিয়েছে ইউক্রেনকে। শেষ আটে স্পেনের সামনে পড়েছে কলম্বিয়া, যারা দ. আফ্রিকাকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টারে পৌঁছে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa