ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

সোমালিয়ায় বোমা হামলায় ৩২ বেসামরিক নিহত

সোমালিয়ায় বোমা হামলায় ৩২ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক:  সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। খবর আল জাজিরার।

স্থানীয় সময় শুক্রবার (২ আগস্ট) রাজধানী মোগাদিসুর একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে প্রথমে আত্মঘাতী বোমা হামলা ও এরপর বন্দুক হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল শাবাব গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। লিডো বিচ নামের সমুদ্র সৈকতের বিচ ভিউ নামে একটি হোটেলের প্রবেশপথে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এরপর শুরু হয় বন্দুক হামলা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের মতে, বেশ কয়েকজন হামলাকারী হোটেলে হামলা চালানোর চেষ্টা করে এবং সমুদ্র সৈকতে থাকা লোকজনের ওপর গুলি চালায়। ওই সময় সেখানে অনেকেই হাঁটছিলেন বা বসে ছিলেন।

আরও পড়ুন

আবদিফাতাহ আদান হাসান নামে পুলিশের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, হামলায় ৩২ জনেরও বেশি বেসামরিক লোক মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ৬৩ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ওই মুখপাত্র আরও বলেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলেই সব হামলাকারীকে হত্যা করেছে এবং বিস্ফোরক ভর্তি গাড়ি চালাচ্ছিল এমন একজনকে আটক করেছে। তিনি আরও বলেন, একজন সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্টে সড়কে নিহত ৪২৮ জন : রোড সেফটি ফাউন্ডেশন

বাগেরহাটে হরতাল প্রত্যাহার, নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘোষণা

এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে : মির্জা ফখরুল  

নেপালে দুদিনেই নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবি

খুলনায় হাসপাতাল থেকে নবজাতক চুরি

প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর অনুকরণীয় দেশ : বাণিজ্য উপদেষ্টা