ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

কখন, কোথায় থেকে ইসারয়েলে হামলা চালাবে ইরান

কখন, কোথায় থেকে ইসারয়েলে হামলা চালাবে ইরান (ফাইল ছবি)

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের তেহরানে নিহত হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের খানানি বলেছেন, হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। এমতাবস্থায় ইসরায়েলে কখন, কোথায় হামলা করবে ইরান, তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান। ইসরায়েলের পক্ষ থেকেও হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, হামলা হলে বসে থাকবে না তারা। 

এমন উত্তেজনার মধ্যে পেন্টাগন বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অতিরিক্ত জেট বিমান এবং রণতরী মোতায়েন করেছে। এ অবস্থায় আমরা দুটি বিরোধী দৃশ্য দেখতে পাচ্ছি। একটি হচ্ছে- আমরা উত্তেজনা নিরসনে কাজ করছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সামরিক শক্তিগুলোকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।

আর এটি হচ্ছে কারণ, ইসরায়েল মনে করে একটি আক্রমণ আসবেই। যুক্তরাষ্ট্র নিশ্চিত যে আক্রমণ হবে। ইরান ও তার প্রক্সি মিত্ররা এ হামলায় অংশ নেবে। তবে পেন্টাগন বলছে, এটা এমন একটি বিষয় যে কখন, কোথায় থেকে থেকে হামলা হবে কেউ জানে না।

আরও পড়ুন

গত এপ্রিলে ইসরায়েলে এক দফা হামলা চালিয়েছিল ইরান। অবশ্য ওই সময় ইরানের ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই আকাশে থাকা অবস্থায় চার দেশের (যুক্তরাষ্ট্র, ইসরায়েল, জর্ডান ও যুক্তরাজ্য) জোট ধ্বংস করতে সক্ষম হয়। এবারে ইরান কীভাবে প্রতিশোধ নিতে চায়, তা এ সংঘাতে পার্থক্য গড়ে দিতে পারে। ইরান যদি আগের মতোই সরাসরি হামলা চালায়, তাহলে উত্তেজনা আরও বেড়ে যাবে।

এ হামলায় দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। এ হামলা ইরানকে প্রতিহিংসার জবাব এবং আর কোনো হত্যা দেখতে চায় না তেহরান। তবে এ হামলার লক্ষ্য হলো সামরিক এলাকায়, সাধারণ মানুষরা এর বাইরে থাকবে। কিন্তু এটা একটি ভিন্ন দৃশ্য। এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আসলে কেউ জানে না কখন অথবা কোথায় হামলা করা হবে। আর হামলার লক্ষ্য কোন এলাকা। তা-ও জানা যায়নি।

এদিকে ইসমাইল হানিয়ার মৃত্যুতে লেবান, ইয়েমন, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের হাজারো মানুষ শোক মিছিলে অংশ নেন। হানিয়ার মরদেহে শ্রদ্ধা জানানোর পর তাকে কাতারের রাজধানী দোহার উত্তরে লুসাইল এলাকার একটি কবরস্থানে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর 

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা