ভিডিও বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বগুড়ার নয়া পুলিশ সুপার

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বগুড়ার নয়া পুলিশ সুপার, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার: বগুড়ার নয়া পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, পুলিশ ও সাংবাদিক এক অপরের সম্পূরক। দুই পেশার মানুষই দেশের স্বার্থে কাজ করে। বগুড়ার আইন শৃংখলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

আজ বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়ায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত-বিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় সাংবাদিকরা শহরে অসহনীয় যানজট, ফুটপাত ও সড়কের একাংশ দখল, কিশোর গ্যাং এর তৎপরতা, মাদক,চাঁদাবাজি, খুনোখুনিসহ নানা বিষয় তুলে ধরে প্রতিকার চান। এ সময় পুলিশ সুপার অপরাধ নির্মূলে আশ্বাস দেন।

সভায় বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সহ-সভাপতি মাহমুদুল হাসান নয়ন, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য এএইচএম আখতারুজ্জামান, সিনিয়র সাংবাদিক হাসিবুর রহমান বিলু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে,এম, রউফ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রানা,সিনিয়র সাংবাদিক চপল সাহা, জিএম.সজল, মোহন আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

সভায় পুলিশ সুপার আরও বলেন, বগুড়ার প্রধান সমস্যা যানজট। যানজটকে প্রাধান্য দিয়ে ট্রাফিক পুলিশ নতুনভাবে কাজ শুরু করবে। এছাড়া কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদকসহ নানা অপরাধ নির্মূলে পুলিশ আরও বেশি সক্রিয় থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন : গয়েশ্বর চন্দ্র রায়

কুড়িগ্রামের চিলমারীতে ইউড্রেন সংযোগ সড়কে মাটি নেই, ভোগান্তিতে গ্রামবাসী

কুড়িগ্রামের রৌমারীতে জমাজমি নিয়ে সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে ডেভিল হান্ট বিশেষ অভিযানসহ নিয়মিত মামলায় গ্রেফতার ১৯

চাঁপাইনবাবগঞ্জে অর্ধকোটি টাকা কৃষিঋণ বিতরণ করল ৩৫টি ব্যাংক

বগুড়া শিল্পকলা একাডেমি পরিদর্শন করলেন মহাপরিচালক জামিল আহমেদ